বিদিশার কাছে নিরাপদ নয় এরশাদ পুত্র
বিদিশা সিদ্দিকের কাছে এরশাদ পুত্র এরিক এরশাদ নিরাপদ নয়, বলে দাবি করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাষ্টের নেতারা।
ট্রাস্টের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মামুনুর রশীদ, এরশাদ পুত্র এরিককে বিদিশার কাছ থেকে উদ্ধারে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এছাড়া, নিরপেক্ষ তদন্ত করে এরিকের বক্তব্য দেশবাসীর কাছে উপস্থাপনেরও দাবি জানান ট্রাস্টের চেয়ারম্যান।
ট্রাস্টের সদস্যদের সাথে এরিক এরশাদের যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান তিনি। বলেন-এরিক শারীরিক প্রতিবন্ধী হলেও সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সামর্থবান।