রাসেল রানাই মাসুদ রানা

0

বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে সিনেমা নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া। প্রথমে শোনা যায়, সিনেমাটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হবে। পরিচালক থাকবেন হলিউডের একজন। তবে মাসুদ রানার ভূমিকায় দেশি কোনো অভিনেতাকে দেখা যাবে। তাই সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের জন্য নতুন মুখের সন্ধানে আয়োজন করা হয় রিয়েলিটি শো ‘চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা?’ এ প্রতিযোগিতায় বিজয়ী হন রাসেল রানা। বিজয়ী হিসেবে নিজের নাম শোনার পর রাসেলের কাছে জানতে চাওয়া হয়, মাসুদ রানা চরিত্রে আপনার অভিনয়ের ব্যাপারটা কি নিশ্চিত? কারণ রাসেল ছাড়া আরও অনেকের নাম এসেছে এই চরিত্রের জন্য। তখন রাসেল দেশ রূপান্তরকে বলেছিলেন, ‘মাসুদ রানা চরিত্রের অভিনেতা খুঁজতেই আমাদের নিয়ে এই প্রতিযোগিতা করা হয়েছে। তবে আমি এখনো মাসুদ রানা সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। তাই এখনই এ নিয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না। আর এ সিনেমার নায়িকা হিসেবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের নাম আমিও খবরে পড়েছি। এ নিয়েও আমার সঙ্গে সংশ্লিষ্ট কারও কোনো কথা হয়নি।’

অবশেষে এলো সুখবর। রাসেল রানাই হতে চলেছেন মাসুদ রানা। এই ঘোষণা এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেইসবুক পেজে। তবে তাতে বলা হয়েছে, মাসুদ রানাকে নিয়ে প্রতিষ্ঠানটি দুটি সিনেমা বানাবে। একটি বাংলায়, অন্যটি ইংরেজিতে। বাংলা ভার্সনের নায়ক হবেন রাসেল রানা। আর এটি পরিচালনা করবেন সৈকত নাসির। ইংরেজি ভার্সনে হলিউডের নির্মাতা ও অভিনেতা কাজ করবেন। তবে এই ভার্সন শুধু জাজের একক প্রযোজনায় আসছে না। সঙ্গে যুক্ত হয়েছে হলিউডের একটি প্রযোজনা সংস্থা। তাই এ নিয়ে এখনই এককভাবে কিছু জানাতে চায়নি জাজ।

জাজের ঘোষণায় বলা হয়, ‘ঘোষণা করা হয়েছিল কে হবে মাসুদ রানা প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে, সে হবে জাজের মাসুদ রানা সিনেমার মাসুদ রানা। হাজার হাজার তরুণ আবেদন করেছিল কাজী আনোয়ার হোসেন স্যারের অনবদ্য সৃষ্ট চরিত্র মাসুদ রানা হতে, জাজের মাসুদ রানা হতে। কে হবে মাসুদ রানা প্রতিযোগিতার আয়োজকদের সঙ্গে জাজের দূরত্ব বাড়ে, যারা প্রতিযোগী ছিল তাদের সঙ্গে আমাদের দূরত্ব কখনই ছিল না। আপনাদের আরও জানাচ্ছি যে, শুধু রাসেল রানাকেই জাজ নিচ্ছে না, টপ টেন থেকে কয়েকজনকে জাজ বিভিন্ন সিনেমায় সুযোগ দিচ্ছে বিভিন্ন চরিত্রে। এপ্রিলে শ্যুটিং শুরু হবে মাসুদ রানার।’

রাসেল রানা এখন নিজেকে সিনেমার জন্য তৈরি করছেন। এজন্য জাজ তাকে অভিনয় ও ড্যান্সের ট্রেনিং নিতে ভারতে পাঠিয়েছে। ১০ দিনের ট্রেনিং শেষে আজ দেশে ফিরছেন তিনি। প্রয়োজন হরে আবরও সেখানে যেতে হবে তাকে। এই সিনেমায় মাসুদ রানার নায়িকা চরিত্রের নাম সোহানা। কে হবে সেই স্বপ্নের চরিত্র? তা শিগগিরই জানাবে জাজ।

রাসেল রানা বলেছেন, ‘মাসুদ রানার মতো বড় সিনেমা দিয়ে আমার যাত্রা শুরু হচ্ছে। আমি এমন একটি কালজয়ী চরিত্রে ভালো কাজ করলে দর্শক হয়তো আমাকে আজীবন মাসুদ রানা হিসেবেই মনে রাখবেন। কিন্তু একজন অভিনেতা হিসেবে আমি তো আজীবন মাসুদ রানার চরিত্রই করব না। নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে হবে। তাই সব দিক থেকে নিজেকে আরও প্রস্তুত করছি।  নিজেকে বড়পর্দার একজন সফল নায়ক হিসেবেই দেখতে চাই ভবিষ্যতে।’

শোবিজে আসার আগে থেকেই নিজেকে প্রস্তুত করছেন রাসেল। মডেলিং দিয়ে শুরু তার। মডেলিং শুরুর আগে দীর্ঘদিন র‌্যাম্প তারকা বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com