নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবারো জনগণের ভোটে ক্ষমতায় আসবে: মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আবারো জনগণের ভোটে ক্ষমতায় আসবে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর বাগবাড়ী জিয়াবাড়ীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময়মঈন খান অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের পাশে না থেকে তারা বিএনপির নেতা-কর্মীদেরকে জেল-জুলুম ও নির্যাতন করছে। সেই সাথে তারা ষড়যন্ত্রসহ প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।

মঈন খান বলেন, এ মাঠির কৃতিসন্তান জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জিয়াউর রহমান গ্রাম হাসতালের সভাপতি ডা: মাওদুদ আহম্মেদ পাভেল, প্রোগ্রামের কো-অডিনেটর ডা: শাহ মো: শাহজাহান আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম, পারভেজ রেজা ককন, অধ্যক্ষ ডা: লুৎফর রহমান, কৃষিবিদ রফিকুল ইসলাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com