বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ: বিভিন্ন স্থানে বিএনপির মিছিল সমাবেশে বাধা

0

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের বিভিন্ন স্থানে সোমবার বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। তবে এ কর্মসূচিতে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা এবং পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে সমাবেশস্থল থেকে বিএনপির ২০ নেতাকর্মীসহ বিভিন্ন স্থানে অর্ধশত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। সমাবেশে যাওয়ার পথে ও ফেরার পথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। সমাবেশে যাওয়ার পথে নরসিংদীর পলাশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাপন গুলিবিদ্ধ হয়েছেন। সমাবেশে যেতে বাধা দিতেই রোববার রাতে ঢাকা, রাজশাহী, শেরপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ অভিযান শতাধিক ব্যক্তিকে আটক করেছে।

চট্টগ্রাম : নগরীর নাসিমন ভবনের সামনে সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। বিকাল ৩টায় বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়।

পলাশ (নরসিংদী) : সমাবেশে যাওয়ার পথে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদশী পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম জানান, সমাবেশ হওয়ার কথা ছিল বেলা ৩টায়। এজন্য পাপনসহ আমরা মিছিল নিয়ে বের হই। সবাই জড়ো হলে ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল মিয়া দলবল নিয়ে আমাদের বাধা দেয় ও মারধর করে। এতে একাধিক নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে পাপনকে লক্ষ্য করে রুবেল গুলি করে। গুলিবিদ্ধ পাপনকে প্রথমে পলাশ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পলাশ থানার ওসি জানান, ঘটনাটা শুনেছি। কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় মিছিল সমাবেশ থেকে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি নেতা মাসুদ মোল্লা, হারুন ও ফারুক রয়েছেন। পুলিশি বাধায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের টিএনটি মোড় থেকে সাফাইশ্রী খেয়াঘাট মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছে।

সেনবাগ (নোয়াখালী) : সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সেনবাগ ডাকবাংলোর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মিছিল পৌর শহরের দক্ষিণ বাজার দলীয় কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ আটকে দেয়। কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করে।

ধামরাই (ঢাকা) : ধামরাই উপজেলা শহরের সীমা সিনেমা হল রোডের কৃষাণ মার্কেটের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় কয়েকজনকে টানতে টানতে ভ্যানে তুলে নেয় পুলিশ। এ কারণে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সমাবেশস্থল থেকে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শিল্পপতি আলহাজ তমিজ উদ্দিন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদারসহ ১০ নেতাকর্মীকে পুলিশ আটক করে।

শেরপুর : নকলা উপজেলা থেকে নাশকতার অভিযোগে রোববার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। তারা হলেন-নকলা পৌর বিএনপির আহ্বায়ক জহির রায়হান মুক্তি, উপজেলা যুবদলে সদস্য সচিব মোরাদুজ্জামান মাসুম, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ওয়ার্ড বিএনপির নেতা নুর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য মোক্তার হোসেন, গৌড়দ্বার ইউনিয়নের নেতা কামরুল মেম্বার ও স্বেচ্ছাসেবক দলের আরফান তালুকদার।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পাঁচ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এ কারণে বিএনপি মিছিল বের করতে পারেনি। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির পক্ষ থেকে ঝিকিড়া এবিসি মাঠে নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নেয়। সেখানে পুলিশ উপস্থিত হলে নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ কারণে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় মিছিলে পুলিশের লাঠিচার্জে পাঁচজন আহত হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে ফেরার সময় পুরাতন পরিবহণ কাউন্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা পুলিশের লাঠিচার্জের শিকার হয়। এ সময় বিএনপি নেতা বিলু খা, পলাশ সানা, যুবদল নেতা আলমগীর মোল্যা, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব সাদ্দাম হোসেন ও ছাত্রনেতা টিপু সানা আহত হন। তাদের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ।

কালকিনি (মাদারীপুর) : উত্তর ডাসার বাজার থেকে মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে গেলে আওয়ামী লীগের ক্যাডাররা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে করে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপির কার্যালয়ে তারা ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, বিএনপি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপি নেতা আবদুস ছালাম খান বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছিলাম। কিন্তু আ.লীগের কর্মী-সমর্থকরা ও পুলিশ মিলে আমাদের ওপর হামলা করেছে। আমরা মামলা করব।

ভৈরব (কিশোরগঞ্জ) : সমাবেশের আগে ভৈরব পৌর ছাত্রদলের সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমানকে পুলিশ গ্রেফতার করেছে। সকালে পৌর শহরের বঙ্গবন্ধু সরণির চানভান্ডার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন মিছিল ও সমাবেশ করেছে। পুরাতন সোনালী ব্যাংকের সামনে থেকে বিএনপি মিছিল বের করে ধানমহালে যেতেই জয় বাংলা স্লোগান দিয়ে তাতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হকসহ ১২ জন আহত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com