আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে: জয়নাল
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেন, সরকার বিদুৎ, গ্যাস, তেলসহ সব ধরনের জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছেন। অপশাসনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করছে।
বিএনপি দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে দেবে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে ফেনী সদর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সরকার দেশে লুটপাট চালাচ্ছে। কায়েমি স্বার্থবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। বিএনপি প্রতিজ্ঞা করেছে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই অপশাসনের ইতি ঘটাবে।
এ সময় তিনি নেতাকর্মীদের এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ গ্রহণ করার জন্যও আহ্বান জানান।