বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ
১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নেত্রকোনায় সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষিণ গেটের সামনে থেকে শুরু হয়ে কুরপাড় মাস্টার বাড়ীর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সভাপতিত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।