জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা: স্লোগানে স্লোগানে মুখরিত নয়াপল্টন

0

ঢাকায় বিএনপির সমাবেশ ও মিছিলে অংশ নিতে দলটির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সমাবেশে ও মিছিল করবে দলটি।

সোমবার বেলা বাড়ার সাথে সাথে নয়া পল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। দুপুর ২টায় অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, সমাবেশ থেকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও ১টার পর থেকে নয়া পল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। সময়ের সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়া পল্টন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com