আ.লীগকে ক্ষমতাচ্যুত করা বিএনপির দিবাস্বপ্ন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বিএনপির দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয়।
রোববার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, দেশের ১৪ বছর আগের প্রতিটি জনপদই বদলেছে। দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বদলেছে মানুষের জীবনমান। উত্তর জনপদের মঙ্গা এখন জাদুঘরে চলে গেছে। উত্তরাঞ্চলে এখন ৬ লেনের সড়ক হচ্ছে। বিএনপির আমলে বন্ধ হওয়া সৈয়দপুর বিমানবন্দরে এখন ১৪টি ফ্লাইট ওঠানামা করছে। কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু আজ বিশ্বের কাছে উন্নত শিরে দাঁড়াতে শিখিয়েছে।