চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনারে জুতা পায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা!
চাঁপাইনবাবগঞ্জে জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে উঠেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা! শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে এই দৃশ্য দেখা যায়।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার মহাসমাবেশ ও ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে নেতাকর্মীদের জুতা পায়ে দিয়েই এভাবে শহীদ মিনারে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শহীদ মিনারের পশ্চিম দিকের নির্দিষ্ট সীমানা পেরিয়ে শহীদ বেদিতে জুতা-স্যান্ডেল পায়ে অবস্থান করেন অনেকেই।
জুতা পায়ে থাকা এক ছাত্রলীগ কর্মী জানান, শহীদ মিনারের পাশেই সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছে। অনেক নেতাকর্মী, তাই ছোট্ট জায়গায় এতো মানুষের জায়গা হয়নি। বাধ্য হয়েই অনেকে শহীদ মিনারে দাঁড়িয়ে ও বসে প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছে ও নেতাদের বক্তব্য শুনেছেন।