আ.লীগ জাতির কল্যাণে কাজ করে: শেখ হাসিনা
আওয়ামী লীগ জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করে এবং জাতির কল্যাণে কাজ করে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে দলের জাতীয় পরিষদ, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ মূলতবি সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে গত ৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয় এবং সে সময় সভা শেষ না করে মূলতবি ঘোষণা করা হয়।
শেখ হাসিনা বলেন, প্রতি বাজেটে নির্বাচনের ইশতেহার সামনে রেখে আমরা পরিকল্পনা নেই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন করি সেখানেও আমাদের ঘোষণাপত্র, আমাদের নির্বাচনী ইশতেহার মাথায় রেখে, সামনে রেখেই আমরা কিন্তু করি। অর্থাৎ যে ওয়াদা জাতিকে দেই সেটা আমরা রক্ষা করি।
তিনি বলেন, আওয়ামী লীগ যেটা বলে, মানুষের জন্য যে ওয়াদা করে, সে ওয়াদা রক্ষা করে। এটাই হল বাস্তবতা। মূল কথা হলো আওয়ামী লীগ যে কথা দেয়, সে কথা রাখে এবং জাতির কল্যাণে আমরা কাজ করি এবং মানুষ তার শুভ ফল পাচ্ছে।