যারাই গণতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করেছে তারাই হেরেছে, আ.লীগও হারবে: দুদু
যারাই গণতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করেছে তারাই হেরেছে, আ.লীগও হারবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এই বছর পার করতে পারবে না। তাদের এই বছর পার হওয়ার কোনও কারণ আছে বলে আমার কাছে মনে হয় না।
শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়াসহ আটক সব দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি ক্ষমতা প্রিয় রাজনীতি। বিরোধী দল থাকতে তারা গণতন্ত্রের কথা, অধিকারের কথা বলে। আর যে মুহূর্তে ক্ষমতায় যায় তারা আগের কথা থেকে সরে যায়, ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত যে ক্ষমতা আমরা দেখেছি; এত নির্দয়-নির্মম শাষণ গত ৫২ বছরে বাংলাদেশের মানুষ দেখেনি।’
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করে মন্তব্য করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নামে আওয়ামী লীগ সারা দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল। সেই সময় খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। এমন কোনও অপকর্ম নেই, নাশকতা নেই যা সেই সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়েতে ইসলাম এবং তথাকথিত কয়েকটি বামপন্থী নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হয়নি। তাদের সেই আন্দোলন প্রমাণ করে বিশেষ করে আওয়ামী লীগ যখন যা করা দরকার সেটা করে ক্ষমতার জন্য।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের আন্দোলন চলছে। ১৬ তারিখও বিএনপিসহ প্রায় ৩৩টি দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি আছে। এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে। আজকের নেতারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছে। এতেই বর্তমান সরকারের মাথা খারাপ হয়ে গেছে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের জন্য। এর জন্য যুদ্ধ হয়েছিল। সেই গণতন্ত্রের সঙ্গে যারাই প্রতিযোগিতা করেছে তা সামরিক শাসক হোক, কর্তৃত্ববাদী শাসক হোক কিংবা স্বৈরশাসক হোক গণতান্ত্রিক ব্যবস্থার কাছে তারা হার মেনেছে। এ জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খালেদা জিয়া মুক্ত হবেন। তারেক রহমান দেশে আসবেন। বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে।’