‘বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে সম্পূর্ণ ছল-চাতুরীর আশ্রয় নিয়েছে সরকার’

0

বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে সরকার সম্পূর্ণ ছল-চাতুরীর আশ্রয় নিয়েছে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন।

শনিবার ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার ও আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ চুনকুটিয়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শাহিনুর ইসলাম, জেলা সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, শিবিরের জেলা সভাপতি মাঈনুল ইসলাম সহ জেলা ও বিভিন্ন থানার জামায়াত নেতৃবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।

মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। গত ১৪ বছরে সম্পূর্ণ অযৌক্তিকভাবে দফায় দফায় ১০ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনজীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। কিন্তু সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নেয়া হবে না। তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রহ্যাহার ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় গণদাবি রাজপথেই আদায় করা হবে-ইনশাআল্লাহ।

তিনি বলেন, সরকার এই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সম্পূর্ণ ছল-চাতুরীর আশ্রয় নিয়েছে। প্রতিমাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধির পথ আগেই উম্মুক্ত করা হয়েছে।

জেলা আমির বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও ভ্রান্তনীতির কারণে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সঙ্কট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সকল দ্রব্যমূলের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, তখন সরকারের এই গণবিরোধী ও আত্মঘাতি সিদ্ধান্ত রীতিমত ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে জনগণের উপর পতিত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com