বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে: আমীর খসরু
বিদ্যুতের দাম বাড়ায় দেশে দ্রব্যমূল্য আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারাদেশে মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠেছে। তারা হিমশিম খাচ্ছেন। তার মধ্যে গতকাল আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলো। এ দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে।’
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমীর খসরু বলেন, গত দেড় দশক ধরে বর্তমান সরকারের নির্যাতন-নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন। এ অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কার্যক্রম বন্ধ করেনি। কষ্ট করে হলেও এ কাজগুলো আমরা করে যাচ্ছি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে তারপরও যতটুকু সম্ভব সাধ্যের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। বিএনপির রাজনীতি অন্য কিছুর ওপর নির্ভরশীল নয়। জনগণের সুখে-দুখে পাশে থাকায় বিএনপির রাজনীতি।
তিনি বলেন, তাই এ শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে জেলে যাচ্ছে প্রতিদিন কোর্টে যেতে হচ্ছে, তার মধ্যেও সাধারণ মানুষের কষ্ট লাগবে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছে।