আগামী ১৬ জানুয়ারি কর্মসূচীর জন্য পুলিশের কাছে চিঠি দিলো বিএনপি

0

আগামী ১৬ জানুয়ারি কর্মসূচীর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে বিএনপি। ওইদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাইক ব্যবহার, সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়। 

চিঠিতে বলা হয়- আগামী ১৬ জানুয়ারি দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বেলা ২টায় অনুষ্ঠিতব্য সমাবেশ ও মিছিলে মাইক ব্যবহারের অনুমতি এবং সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি।

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবির পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১ জানুয়ারির কর্মসূচি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী ১৬ জানুয়ারি সকল মহানগর, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ  ও সমাবেশ করবে বিএনপি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com