আফগানিস্তানের বিপক্ষে পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া

0
আফগানিস্তানের বিপক্ষে আগামী মার্চে পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজটি খেলবে না  অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগেও একবার সিরিজ বাতিল করেছিল অস্ট্রেলিয়া। মূলত ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে নারী ও শিশু শিক্ষায় তালেবানদের কড়াকড়ি বেড়ে যাওয়ার প্রতিবাদ হিসেবে নির্ধারিত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটি বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ান সরকারের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় সিএ। আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে সিএ জানায়, সম্প্রতি আফগানিস্তানে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা নিষিদ্ধ করায় সিরিজ বাতিলের সিদ্বান্ত নেয়া হয়েছে।

সিএ জানায়, ‘অস্ট্রেলিয়ান সরকারসহ স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘ আলোচনার পর আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নির্ধারিত আফগানিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com