রাশিয়া ‘সন্ত্রাসী রাষ্ট্র’, বড় দিনে জেলেনস্কি

0

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনে রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ অ্যাখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি অভিযোগ করে বলেন, রুশ সেনারা ভয় দেখানো এবং আনন্দের জন্য হত্যায় মেতেছে।

স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় খেরসনে রুশ হামলার কিছু ছবি দেখান। বলেন, বিশ্বকে অবশ্যই দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে যে আমরা কিসের বিরুদ্ধে লড়াই করছি।

সারা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের সঙ্গে মিল রেখে ইউক্রেনের উপাসকরাও বড় দিন উদযাপন করছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেন, যুদ্ধের শুরুতে আমরা সব সহ্য করেছি। আমরা মস্কোর হামলা, হুমকি, পারমাণবিক ব্ল্যাকমেইল, সন্ত্রাসী কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র হামলা সহ্য করেছি। আসুন এই শীতেও আমরা সহ্য করি, আমরা জানি কিসের জন্য লড়ছি।

ভার্চুয়ালি ভাষণে রাতে তিনি আরও বলেন, আগের মতোই, আমরা আমাদের ছুটির দিনগুলো উদযাপন করবো। আমরা আগে মতো হাসবো। পার্থক্যটা হলো, আমরা কোনও অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করবো না। আমরা নিজেরাই নিজেদের পথ তৈরি করবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com