ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র: খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র হলো ভারত। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের বহুমাত্রিক অবদান ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বন্ধুত্ব আর আস্থার জায়গা আরো শক্তিশালী করতে উভয় দেশ তাই আজো নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর স্থানীয় এক হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধে সার্বিক সহযোগিতার জন্য ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজশাহীতে থাকা ভারতের সহকারী হাইকমিশন কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়ে, কখনো ওষুধ, কখনো খাদ্য কিংবা সেবার মাধ্যমে বুকভরা ভালোবাসা দিয়ে ভারতের মানুষ যে ঋণের জালে আবদ্ধ করেছেন, সে ভালোবাসা কোনোদিন বাংলাদেশের মানুষ ভুলতে পারবেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com