বিবেচনা করুন আ.লীগ দেশ ধ্বংস করেছে নাকি উন্নয়ন: শেখ হাসিনা
সরকারে এসে আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে এ ধরনের কথা বিশ্বাস-অবিশ্বাসের ভার জনগণের ওপর ছেড়ে দিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কী করেছে? দেশকে কী দিয়েছে? কতটুকু উন্নয়ন করেছে? একটু বিবেচনা করুন।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন ক্ষমতায় আসলে জনগণের কল্যাণে কাজ করে এবং কাজ করে যাব।