২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ, আশা জাতিসংঘ মহাসচিবের

0

ইউক্রেন যুদ্ধ ২০২৩ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সোমবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে খুব দ্রুত আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। এর ফলে ক্রমবর্ধমান সামরিক সংঘাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ২০২৩ সালের শেষ নাগাদ এই যুদ্ধ থামবে বলে তিনি দৃঢ়ভাবে আশা ব্যক্ত করেন। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে গুতেরেস জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়া শস্যচুক্তির কথাও উল্লেখ করেন। তিনি মনে করেন, শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে গেছে।

এসময় বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন-পীড়নের নিন্দা করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বিশ্বের সব দেশকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com