মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

0

মালয়েশিয়ার একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে বাতাং কলি শহরের অদূরে এই ঘটনা ঘটে।

বিবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিশুসহ ৯০ জনেরও বেশি সেখানে ক্যাম্প করেছিল। দুর্ঘটনার পর সকালে শত শত উদ্ধারকর্মী সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে দেখা যায়। এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com