বিতর্কের মাঝে দীপিকা ও ‘পাঠান’-এর পাশে প্রকাশ রাজ

0

‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে বিতর্ক যেন থামছেই না। ইতোমধ্যেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র পাঠান ছবিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন। এত বিতর্কের মাঝে দীপিকা ও ‘পাঠান’-এর পাশে দাঁড়ালেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।

দীপিকার গেরুয়া পোশাক নিয়ে বিতর্কের বিরোধিতা করে প্রকাশ বলেন, ‘গেরুয়া পরিহিত পুরুষরা ধর্ষকদের মালা পরিয়ে দিতে পারেন। হিংসা, ঘৃণা বক্তব্য ছড়াতে পারেন। গেরুয়া পরিহিত স্বামীজি নাবালিকাকে ধর্ষণ করতে পারেন। কিন্তু ছবিতে গেরুয়া পরলেই দোষ? এমনিই জিজ্ঞাসা করলাম।’

শাহরুখ খানের ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান মুক্তির পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবে এখনও জিইয়ে রয়েছে আন্দোলনের আঁচ। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তারা।

‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, ‘পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।’ তার কথায়, ‘পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।’

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।’ এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com