২০২৩ থেকে করোনা আর মহামারি পর্যায়ে থাকবে না: ডব্লিউএইচও

0

আগামী ২০২৩ সাল থেকে করোনা আর মহামারি পর্যায়ে থাকবে না বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির যে ভয়াবহ তেজ ছিল, গত প্রায় তিন বছরে তার অনেকটাই হ্রাস পেয়েছে। ২০২০ বা ২০২১ সালের চেয়ে বর্তমানে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম।’

‘তাছাড়া এই সময়সীমার মধ্যে বিশ্বের অনেক দেশ সফলভাবে গণটিকা কর্মসূচিও পরিচালনা করেছে। করোনার মুখে খাওয়ার ওষুধও এখন উন্নত দেশগুলোর ওষুধের দোকানে সহজলভ্য। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা মনে করছি, ২০২৩ সালে করোনা আর মহামারি পর্যায়ের রোগ থাকবে না।’

করোনা মহামারি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘পাবলিক হেলথ ইমারজেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন (পিএইচইআইসি)’ নামে একটি কমিটি গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার শীর্ষ কর্মকর্তা ও মনোনীত বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটি কয়েক মাস পরপর নিয়মিত বৈঠকে বসে। সর্বশেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বসেছে পিএইচইআইসি’র বৈঠক।

সেই বৈঠকেই ডব্লিউএইচওর কর্মকর্তা ও বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান গেব্রিয়েসুস।

অবশ্য সংবাদ সম্মেলনে উপস্থিত ডব্লিউএইচওর অপর কর্মকর্তা এবং সংস্থার জেষ্ঠ্য মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ এ প্রসঙ্গে খানিকটা দ্বিমত পোষণ করেছেন।

মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘সামনের বছর করোনার মহামারি পর্যায় অবসানের উজ্জল সম্ভাবনা অবশ্যই আছে, তবে সেজন্য এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে।’

‘যদি পৃথিবীর অধিকাংশ মানুষ করোনা টিকার ডোজ না পায়, সেক্ষেত্রে হয়তো আমাদের আরও অপেক্ষা করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com