দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ওয়েলস

0

দীর্ঘ ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ওয়েলস। এই বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (৯ নভেম্বর) ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ রব পেজ।

চোট শঙ্কা থাকলেও দলে রয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা গ্যারেথ বেল।

জাতীয় দলের জার্সিতে ১০৮ ম্যাচে বেল করেছেন ৪০ গোল। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এখন খেলছেন যুক্তরাস্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলসের হয়ে। এমএলএসে শেষ মুহূর্তে গোল করে ক্লাবটিকে শিরোপা জেতান এই তারকা। এর আগে অবশ্য বেশ কিছুদিন ইনজুরিতে ভুগেন তিনি। শিরেপা জেতার পরও অবশ্য বলেছিলেন একেবারেই চোটমুক্ত নন। তবে ওয়েলস কোচ ঠিকই বিশ্বকাপ দলে রেখেছেন তাকে।

আগামী ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ওয়েলস। ‘বি’ গ্রুপের তাদের সঙ্গী ইংল্যান্ড ও ইরানও।

একনজরে বিশ্বকাপের ওয়েলস দল:

গোলরক্ষক: ওয়েন হেনেসি (নটিংহ্যাম ফরেস্ট), ড্যানি ওয়ার্ড (লেস্টার সিটি), অ্যাডাম ডেভিস (স্টোক সিটি)।

ডিফেন্ডার: নিকো উইলিয়ামস (নটিংহ্যাম ফরেস্ট), বেন ডেভিস (টটেনহ্যাম হটস্পার), বেন কাবাঙ্গো (সোয়ানসি সিটি), জো রোডন (রেন/টটেনহ্যাম হটস্পার), ক্রিস মেফাম (বোর্নমাউথ), ইথান অ্যামপাডু (স্পেৎসিয়া/চেলসি), ক্রিস গান্টার (এএফসি উইম্বলডন), কনর রবার্টস (বার্নলি), টম লকইয়ার (লুটন টাউন)।

মিডফিল্ডার: অ্যারন রামজি (নিস), জো অ্যালেন (সোয়ানসি সিটি), হ্যারি উইলসন (ফুলহ্যাম), জো মরেল (পোর্টসমাউথ), ডিলান লেভিট (ডান্ডি ইউনাইটেড), রুবিন কলউইল (কার্ডিফ সিটি), জনি উইলিয়ামস (সুইন্ডন টাউন), ম্যাথু স্মিথ (মিল্টন কিনস ডনস), সোরবা থমাস (হাডার্সফিল্ড টাউন)।

ফরোয়ার্ড: গ্যারেথ বেল (লস অ্যাঞ্জেলেস), ড্যান জেমস (ফুলহ্যাম/লিডস ইউনাইটেড), কিফার মুর (বোর্নমাউথ), মার্ক হ্যারিস (কার্ডিফ সিটি), ব্রেনান জনসন (নটিংহাম ফরেস্ট)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com