বিএনপি সমাবেশের নামে রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন প্রতিহত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

বিএনপি সমাবেশের নামে জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন প্রতিহত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, তারা (বিএনপি) নাকি সমাবেশে বসে থেকেই সরকার গঠন করবে বলে শুনেছি।

কিন্তু প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন। বিএনপি ঢাকায় ২০ লাখ লোক নিয়ে গিয়ে সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনগণের জানমালের ক্ষতি করে ও রাস্তাঘাট বন্ধ করে, তাহলে প্রশাসন তাদের প্রতিহত করবে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কখনো বন্দুকের নল বা পেশী শক্তির প্রদর্শন করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাস রয়েছে। চর কুকরিমুকরি থেকে তেঁতুলিয়া, যেখানেই যাবেন, সেখানেই একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com