শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ও তার মন্ত্রীদের কথা আর দেশের মানুষ বিশ্বাস করে না। তারা মিথ্যা কথা বলে উন্নয়ন করার নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়। প্রধানমন্ত্রী এখন বলেন, ‘‘দেশে দুর্ভিক্ষ হতে পারে’’। কেন দুর্ভিক্ষ হবে? এবার আমরা সে সুযোগ দেবো না। তার আগেই ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানো হবে। আমাদের পেছনে যাওয়ার সুযোগ নেই। একটাই দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।’

শনিবার (২৯ অক্টোবর) বিকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বিএনপির মহাসমাবেশকে বানচাল করার জন্য মোটর মালিক সমিতি দিয়ে পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল। তারা ভেবেছিল, নেতাকর্মীরা আসতে পারবে না। কিন্তু আমি রংপুর বিভাগের বীর জনতাকে স্যালুট জানাই। মহাসমাবেশের তিন দিন আগেই হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে, বাইসাইকেলে, অটোরিকশা করে রংপুরে এসে তারা বিভিন্ন স্থানে অমানবিকভাবে চিড়ামুড়ি, গুড় খেয়ে দিনযাপন করে মহাসমাবেশে যোগ দিয়েছে। রংপুরের মহাসমাবেশ ইতিহাসে বৃহত্তম মহাসমাবেশে রূপ নিয়েছে।’

তিনি বলেন, ‘এতদিন শুনতাম বিরোধীদল হরতাল ডাকে। এবার দেখলাম, সরকারি দল বিরোধীদলের সমাবেশ পণ্ড করার জন্য হরতাল ডাকলো। সরকার বিরোধীদলকে প্রতিরোধ করে এমন কথা কখনও শুনিনি। আওয়ামী লীগ, পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ দিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করেছে। কিন্তু এখন সেই দিন শেষ। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে। ’

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘রংপুর বিভাগের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে। এবার দেখলাম, ধর্মঘটের নামে সব কিছু বন্ধ করেও জনতার স্রোত ঠেকানো যায়নি। প্রধানমন্ত্রী দুদিন আগে বলেছেন, ‘‘পেট্রোল বোমা মেরেছে যারা তাদের বিচার করবেন’’। কিন্তু তাদের আমলেই তো সিপিবির সমাবেশে আর রমনার বটমূলে বোমা হামলা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’

তিনি আরও বলেন, ‘আর সময় নেই, এবার তাদের ক্ষমতার মসনদ থেকে টেনেহিঁচড়ে নামাতে হবে। জনগণের সরকার কায়েম করতে হবে।’

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ওবায়দুল নতুন নতুন কথা বলেন জ্ঞান দেন। তার সঙ্গে আমি দুই বছর কারাগারে ছিলাম, তখন দলের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলেছে- তা বলতে চাই না। তবে তিনি প্রায়শই কাঁদতেন। তবে এ সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। এবার সরকারকে হটিয়ে দেশের মানুষ জনগণের সরকার কায়েম করবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com