নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ দেবে শ্রমিক দল
নেতাকর্মীদের নিয়ে দেশব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
মঙ্গলবার (১৪ মে) নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিক দলের মূল্যায়ন সভায় অন্যান্যের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া, উত্তরের আহ্বায়ক গাজী শাহ আলম রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধগতিতে ও শ্রমিকদের প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বেকারত্ব বৃদ্ধি রোধ ও শ্রমিক কর্মচারীদের ওপর সরকারি দমনপীড়ন অবিলম্বে বন্ধের জন্য দাবি করা হয়।