মানসিক বিকারগ্রস্থ ব্যক্তির ছুরির আঘাতে হাসপাতালে আর্সেনাল ডিফেন্ডার

0

মানসিক বিকারগ্রস্থ ব্যক্তির ছুরির আঘাতে আহত হয়েছেন আর্সেনাল ডিফেন্ডার পাবলো মারি। বৃহস্পতি সন্ধ্যায় ইতালির মিলানে ঘটেছে এই ঘটনা। আহত পাবলোকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল সন্ধ্যায় মিলানের একটি শপিংমলে ঘটেছে ঘটনাটি। অন্য সব ক্রেতার মতোই কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলেন পাবলো। এসময় এক ব্যক্তির বিরুদ্ধে পণ্য চুরির অভিযোগ উঠলে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। পরে ছুরি দিয়ে বেশ কয়েকজনকে আঘাত করেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানসিক সমস্যা রয়েছে ওই ব্যক্তির।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুব আশঙ্কাজনক হলেও শঙ্কামুক্ত আছেন পাবলো। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে আছেন পাবলো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com