দেশে না থাকলেও নিয়মিতই দলের খোঁজ-খবর নিচ্ছেন সাকিব

0

অস্ট্রেলিয়ায় চলছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। দেশের হয়ে খেলতে বর্তামানে অস্ট্রেলিয়ায় আছেন দেশের সেরা তারকা সাকিব আল হাসান।

অন্যদিকে কাল থেকে শুরু হচ্ছে দেশের প্রথম ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’। সেখানে দল রয়েছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের। দেশে না থাকলেও নিয়মিতই দলের খোঁজ-খবর নিচ্ছেন সাকিব।

এবারের ফ্রাঞ্চাইজি হকি টুর্নামেন্টের প্রধান আকর্ষণ সাকিবের দল মোনার্ক মার্ট পদ্মা। সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা। আগামীকাল (২৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মা। তাদের প্রতিপক্ষ ওয়ালটন ঢাকা। দলের অধিনায়ক ইমরান হাসান জানিয়েছেন নিয়মিতই দলের সঙ্গে যোগাযোগ রাখছেন সাকিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com