ধাক্কা দিয়ে আ.লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না বিএনপি: আব্দুর রাজ্জাক

0

বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি, কিছু সুশীল সমাজ, কিছু বুদ্ধিজীবী, কিছু মিডিয়া নানারকম ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, তারা এমনভাবে প্রচার করছে যেন দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে। এখনই সরকারের পতন হবে, এখনই আরেকটি নতুন সরকার আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। আওয়ামী লীগ এতটা জনসম্পৃক্ত দল যে, বিএনপি আন্দোলন সমাবেশ করে আর ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, একটানা ১৫ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে সুশাসন প্রতিষ্ঠা করেছে। এর ফলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, আইসিটিসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; যা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে কিন্তু দেশের মধ্যে বিএনপি এই উন্নয়ন দেখে না, দেখতে পায় না।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ উন্নয়নকে আরও গতিময় করতে হবে, এগিয়ে নিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com