যুবদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত ঘটেছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার পর রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে আরামবাগ পর্যন্ত যুবদল নেতাকর্মীদের দিয়ে ভরে যায়।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিবসহ অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বর্তমান সরকারের পতন চেয়ে স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন।