পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিল বাইডেন

0

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার দিবাগত রাতে জাতিসঙ্ঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, রাশিয়া কিয়েভ সরকার কর্তৃক তেজস্ক্রিয় বোমার ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে।

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে- মস্কোর এমন অভিযোগ দেশটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে। বরং তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারমাণবিক উপাদানযুক্ত বোমা হামলার হুমকির ষড়যন্ত্রের অভিযোগ করেছে।

মঙ্গলবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ অভিযোগ নিয়ে আলোচনা হয়।

সোমবার ন্যাটো মহাসচিব ইয়েনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো মিত্ররা রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরো বলেন, ‘রাশিয়ার অবশ্যই এটিকে উত্তেজনা বৃদ্ধির অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত না।’

এদিকে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ গণমাধ্যমকে বলেন, ‘রাশিয়ার বাহিনী তেজস্ক্রিয় দূষণের অধীনে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি নিশ্চিত করেছেন যে, ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় কোনো অঘোষিত পারমাণবিক কার্যকলাপ বা উপাদান পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ইউক্রেনের ভূখণ্ডে সামরিক জৈবিক কার্যক্রম পরিচালনা করছে- রাশিয়ার এমন অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া।

সূত্র : ভয়েস অব আমেরিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com