ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই তথ্য জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ বিমান হামলা হয়। খবর সিএনএনের।
কুলেবা বলেন, কিয়েভের একটি সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েক জায়গায় আগুন ধরে যায়। তবে পরে আগুন নেভানো হয়েছে।
স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশ থেকে শত্রুর হামলার কারণ খোঁজার চেষ্টা করছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৪ ফ্রেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। আট মাসের যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনসহ সারা বিশ্বের মানুষ অর্থনৈতিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ৭০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। এ ছাড়া হতাহত হয়েছেন বহু মানুষ। পুতিন ইতোমধ্যে ইউক্রেনের চারটি রাজ্য দখল করে জরুরি অবস্থা জারি করেছেন।