যুক্তরাষ্ট্রের দুইবারের অলিম্পিকজয়ী খেলোয়াড়ের সাজা বহাল রাখল রাশিয়া
যুক্তরাষ্ট্রের দুইবারের অলিম্পিকজয়ী বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে মাদক মামলায় দেওয়া নয় বছরের সাজা বহাল রেখেছে মস্কোর আঞ্চলিক আদালত।
গত ১৭ ফেব্রুয়ারি ব্রিটনি গ্রিনারকে বিমানবন্দর থেকে আটক করে রাশিয়ার পুলিশ। তিনি রাশিয়ার নারী বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিতে রাশিয়ায় গিয়েছিলেন। বিমানবন্দরে তার লাগেজে এক গ্রামেরও কম ক্যানাবিস (গাঁজা) তেল পাওয়া যায়।
রাশিয়ার নিরাপত্তা বাহিনী সদস্যদের দাবি ব্রিটনি রাশিয়ায় মাদক পাচার করার চেষ্টা করেছিলেন। তবে তার আইনজীবীদের দায়ী ব্রিটনি ওষুধ হিসেবে ক্যানাবিস তেল ব্যবহার করার উদ্দেশ্যে এটি নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার দায় স্বীকার করে সাজা মওকুফের আপিল জানান ব্রিটনি। কিন্তু আদালত তার আপিল খারিজ করে দেয়।
এদিকে ব্রিটনির আটক ও সাজার বিষয়টি রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। ব্রিটনিকে ছাড়িয়ে নিতে যুক্তরাষ্ট্র দেনদরবারও করার চেষ্টা করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি ব্রিটনিকে অবৈধভাবে আটক ও সাজা দিয়েছে রাশিয়া।
সূত্র: সিএনএন