বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখলে তা আপনাদের জন্য দুঃস্বপ্ন হবে: হানিফ

0

টেক ব্যাক বাংলাদেশের নামে বিএনপি দেশকে কোথায় নিয়ে যেতে চায়? এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখলে তা আপনাদের জন্য দুঃস্বপ্ন হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি ধ্বংস করার জন্য নয়। এমন কোনো শক্তি নেই বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা প্রমাণ করেছি, আবারও করবো।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এক নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাগরিক সমাবেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াত সরকারে বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের নেতা লন্ডনে বসে বলেছেন- টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ মানে তো পেছন দিকে নিয়ে যাওয়া। মির্জা ফখরুলের কাছে জানতে চাই আপনারা কোন পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চান? ২০০১ থেকে ২০০৬ সাল? নাকি একাত্তরের আগের পাকিস্তান। কোনটায় নিয়ে যেতে চান, এটা আগে জাতির কাছে পরিষ্কার করুন। আপনারা এখনো মনে-প্রাণে আদর্শ ধারণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com