বাম রাজনীতি যত শক্তিশালী হবে প্রগতিশীল রাজনীতি তত গতিশীল হবে: আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশি গতিশীল হবে। প্রধানমন্ত্রীও চান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে বামপন্থী রাজনৈতিক শক্তির বিকাশ স্বাধীনতাবিরোধী শক্তিকে ছাড়িয়ে যাক, যা এদেশের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক সংকট, তেল-গ্যাসের অভাব ও অর্থনৈতিক মন্দাকে পুঁজি করে মানুষের পাশে না দাঁড়িয়ে যারা তাদের নিয়ে খেলতে চায় তারা দেশপ্রেমিক শক্তি নয়। রাজনীতির নামে তারা জনগনকে ব্যবহার করতে চায়।