আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল- তা দেখে মানুষ হাসছে। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও তাদের (সরকারের) বুক কাঁপে না। খুলনায় ঐতিহাসিক জনসভা হয়েছে। সে সভায় মানুষ যাতে আসতে না পারে সেজন্য সরকার নিজেদের লোক দিয়ে বাস ও লঞ্চ ধর্মঘট করিয়েছে।’

গতকাল সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের মোংলায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।’

খুলনার জনসভায় যোগ দিয়ে ফিরে আসার সময় বিএনপির নেতাকর্মীরা সরকার দলের নেতাকর্মীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের দেখতে এসেছি।’ মোংলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিন্নাত সানা, যুবদল কর্মী জসিম গাজী ও মাসুমকে দেখতে এ দিন সন্ধ্যায় বটতলায় আসেন রিজভী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com