যেকোনো মূল্যে ১০ ডিসেম্বর ঢাকায় শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে সমাবেশ সফল করব: আব্বাস

0

যেকোনো মূল্যে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে আমরা সমাবেশ সফল করব। এখানে যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, আমাদের নয়।

মির্জা আব্বাস বলেন, আমাদের দায়িত্ব হলো সভা সমাবেশ সফল করা। আর এ সভা থেকে সরকারের পতনের সূচনা করব, এটাই হলো আমাদের আজকে সভার দৃঢ় প্রত্যয়।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে, আমাদের কর্মীদের বলতে চাই সরকারের কোন উসকানিমূলক কথায় পা দেবেন না।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ একটি সফল সভা হয়েছে। এ সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছি আমাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে।

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাদের চলমান আন্দোলনে সাংবাদিক ভাইয়েরা সহযোগিতা করেছেন, আগামী ১০ ডিসেম্বরসহ সামনের যে সংগ্রাম রয়েছে তাতেও সহযোগিতা করবেন বলে আশা করি।

নোমান বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের পতনের যে আন্দোলন, এই আন্দোলন বিজয়ের মুখোমুখি। জয় আমাদের হবেই। এ প্রত্যাশা আমাদের রয়েছে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com