বিএনপির জামাইদের খায়েশ হয়েছে আগামী ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশে আবারও নৈরাজ্য, হত্যা ও জঙ্গি উত্থানের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সরকার পতনে বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে ‘অপরাজেয় বাংলা’ আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, বিএনপির জামাইদের খায়েশ হয়েছে আগামী ১০ ডিসেম্বর ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে কে কোন পদে থাকবে সবই তারা নিজেরা নাকি ঠিকঠাক করেছে। ষড়যন্ত্রের নীলনকশায় মত্ত রয়েছে তারা।
তিনি বলেন, দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে তখন আবারও নীলনকশা তৈরি করে দেশকে পিছনের দিকে টেনে ধরার চেষ্টা করছে জামায়াত-বিএনপি শক্তি। তাদের প্রতিহত করতে হবে।