আ.লীগের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই: জাতীয় পার্টি

0

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, ‘জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই জাতীয় পার্টি জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো।’

জি এম কাদের বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে জাতীয় পার্টি রাজপথে প্রতিবাদ করছে বলেই আমাদের দলের বিরুদ্ধে সরকার মিথ্যাচার করছে। সরকারের কাছ থেকে কোনও সুবিধা পাওয়ার জন্য নয় বরং তারা অন্যায় করেছে বলেই বিরোধিতা করা হচ্ছে। সরকার জনগণের আস্থা হারিয়েছে।’

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের সংগঠন। আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করি। তাই জনস্বার্থেই সব ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করেছি। খারাপ করায় তার প্রতিবাদও জানাই। এতে মনঃক্ষুণ্ণ হয়ে মিথ্যে অপপ্রচার চালালে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

তিনি দাবি করেন, ‘সরকার দুর্নীতিতে এতটাই নিমজ্জিত যে সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না। সত্য আড়াল করতে তারা মিথ্যাচারে মেতে উঠেছে। তাই তাদের সঙ্গে আমরা আর নেই। আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী দেবে। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বেই সরকার গঠিত হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com