চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে প্রস্তুতি নিন, এবারের আন্দোলন হবে `ডু অর ডাই’: টুকু

0

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, “যে কোনো সময়ে চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। সেই আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতি সবাইকে নিতে হবে। এবারের লড়াই শুধু অস্তিত্ব রক্ষার লড়াই না, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না তা নির্ধারণের লড়াই। চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে প্রস্তুতি নিন। এবারের আন্দোলন হবে `ডু অর ডাই’। এজন্য যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। যুবদলই হবে এ আন্দোলনের ফলাফলের নির্ধারক।”

গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৭ অক্টোবর সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি ছাড়াও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একইসঙ্গে সরকারবিরোধী আন্দোলনকে জোরদার করতে ধারাবাহিকভাবে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভাও করছেন কেন্দ্রীয় নেতারা।

টুকু বলেন, `গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রস্তুতি হিসেবে এবারের যুব সমাবেশ হবে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশ থেকেই সারাদেশের যুবসমাজকে পরিবর্তনের বার্তা দেওয়া হবে। দেশকে রক্ষা, দেশের জনগণের আশা-আকাঙ্খা রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যুদ্ধ ঘোষণা করেছেন, যে আন্দোলন শুরু করেছেন তা যুবসমাজকেই এগিয়ে নিতে হবে, চূড়ান্ত রূপ দিতে হবে।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, `যে কোনো পরিবর্তনে যুবসমাজ প্রধান ভূমিকা পালন করে। এবারের সংগ্রামেও যুবদল নেতৃত্ব দিবে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। থমকে যাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সরকারের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। তাদের মসনদে কাপন শুরু হয়েছে। এখন তারেক রহমানের নির্দেশনার অপেক্ষা শুধু। তার একটি ডাকে সবাইকে রাজপথে নেমে আসতে হবে। বিজয় আমাদের হবেই’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com