দেশ থেকে ডলার পাচার হওয়ার কারণেই রিজার্ভ সংকট: গণসংহতি
দেশ থেকে ডলার পাচার হওয়ার কারণেই রিজার্ভ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে গণসংহতি আন্দোলন। দলটির দাবি, ‘বিদ্যুৎ খাতকে অনিরাপদ করার সঙ্গে সঙ্গে শিল্প, কৃষি ও পুরো অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সরকার চুরি, দুর্নীতি ও লুটপাট এবং ডলার পাচার করে পুরো রিজার্ভ খালি করে ফেলেছে। এখন তেল-গ্যাস-ফার্নেস অয়েল আমদানি করে এর ব্যয় মেটানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে তারা। ফলে সৃষ্ট বিদ্যুৎ সংকটের কারণে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তারা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলছেন।’
গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এসব কথা বলেন।
বিবৃতিতে সংহতির দুই নেতা বলেন, ‘আমদানিনির্ভর নীতির কারণেই বিদ্যুৎ খাত আজ গভীর সংকটে নিমজ্জিত। জ্বালানি খাতে এই সংকটময় পরিস্থিতিকে সরকার তৈরি ও ঘনীভূত করে এখন রিজার্ভ সংকটসহ সেগুলোর দায় অন্য বিষয়ের ওপর চাপাচ্ছে। বিদ্যুতের বিপর্যয় তৈরি করে এই সরকার জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে এবং এরা দেশে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তার পরিস্থিতি ডেকে এনেছে।’