সমাবেশ বানচাল করতে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের দ্বারা বাধা তৈরি করা হচ্ছে: ফখরুল
দেশের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে বিবর্তিত হচ্ছে তাতে রাজপথে মারাত্মক সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রবিবার বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত ঢাকাভিত্তিক সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ওকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি সামনে একটি সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাচ্ছি। সমস্ত বিরোধ নিষ্পত্তি করার দায়িত্ব সরকারের রয়েছে।’
ফখরুল বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে তাদের অংশগ্রহনের কোনও সুযোগ নেই।
তিনি সরকারের বিরুদ্ধে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের হয়রানি এবং সরকারবিরোধী সমাবেশে যোগ দিতে বাধা দেয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, বিরোধীদের সমাবেশ বানচাল করতে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের দ্বারা বাধা তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, তাদের লোকজনকে ভয় দেখানো হচ্ছে।গোয়েন্দারা ডিসি ও এসপিদের সঙ্গে বসে আমাদের কর্মসূচি বানচালের সিদ্ধান্ত দিচ্ছে।