বরিশালেও আগামী ৫ নভেম্বর জাগরণ ঘটবে: সরোয়ার

0

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার মূল বিষয় হচ্ছে গণতন্ত্র।

কিন্তু এ সরকার গণতন্ত্র চর্চা করতে দিচ্ছে না, মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের কাউনিয়াস্থ বাসভবনে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরোয়ার বলেন, মিটিং, মিছিল, সমাবেশে বিভিন্নভাবে হামলা করছে ক্ষমতাসীনরা। তার মধ্য দিয়ে গণমানুষের একটি স্রোত তৈরি হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। আমরা জানি স্বাধীনতা পাওয়াটা যত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। নুরে আলমসহ আজ যারা প্রাণ দিয়েছেন তারা স্বাধীনতা রক্ষার জন্য পথ তৈরি করে দিয়েছেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য সারাদেশের মানুষের মধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে। বরিশালেও আগামী ৫ নভেম্বর জাগরণ ঘটবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com