বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ আজ রাস্তায়, রাতের বেলায় ব্যালট ভরা আর চলবে না: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট চুরির প্রক্রিয়া বাংলাদেশ আর চলবে না, চলতে দেওয়া হবে না। রাতের বেলায় ব্যালট ভরা আর চলবে না। বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ আজ আন্দোলনের জোয়ারে রাস্তায় নেমেছে। কোনো বাধাই তাদের রুখতে পারবে না।’

গতকাল শনিবার বিকালে মুক্তাগাছার নাপিতখোলায় ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত একেএম মোশাররফ হোসেন এফসিএ’র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ আত্মত্যাগের জন্য আন্দোলনে নেমেছে, জীবন দেওয়ার জন্য নেমেছে, মৃত্যুবরণ করার জন্য নেমেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেমেছে, ভোটের অধিকার ফিরে পেতে মাঠে নেমেছে, তার প্রমাণ চট্টগ্রাম, ময়মনসিংহ ও আজকের খুলনার গণসমাবেশ। সরকারের লাঠিয়াল বাহিনী, পুলিশের শত বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ পায়ে হেঁটে, ট্রেনের ছাদে চড়ে গণসমাবেশ সফল করছে।’

তিনি আরও বলেন, ‘সরকার গণজোয়ার দেখে ভয় পেয়ে ব্যালটের পরিবর্তে ইভিএমের নীল নকশার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। মানুষ আজ দুইবেলা ঠিকমতো খেতে পারছে না, সেখানে ৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করে নতুন ইভিএম কিনতে যাচ্ছেন। ওই ইভিএমের স্বপ্ন দেখে লাভ হবে না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com