সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: সমাজকল্যাণ মন্ত্রী

0

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত কোনোভাবে এ নির্বাচন রুখতে পারবে না। এ দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সাহিত্য-সঙ্গীত চর্চার পদক্ষেপ নিয়েছে। সারাদেশের মানুষ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট উপভোগ করছে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের ফুটবল খেলার জন্য জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com