সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত কোনোভাবে এ নির্বাচন রুখতে পারবে না। এ দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সাহিত্য-সঙ্গীত চর্চার পদক্ষেপ নিয়েছে। সারাদেশের মানুষ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট উপভোগ করছে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের ফুটবল খেলার জন্য জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে।