ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির সম্মেলনকে ঘিরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার (২২ অক্টোবর) বিকেলে ব্রীজ সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে সভায় মিলিত হয়। এরপর সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কর্মী সমাবেশের নামে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। তারা যদি কোনো প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
প্রতিবাদ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।