খালেদা জিয়াকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে: মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন: শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম জিয়াকে মুক্ত করা হবে।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
সিটি নির্বাচনকে এ আন্দোলনের অন্যতম হাতিয়ার উল্লেখ করে তিনি বলেন: ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র হরণের জবাব দেয়া হবে সরকারকে।
সেসময় শোককে শক্তিতে পরিণত করে যুবদলকে আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানান মঈন খান।
খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা পেয়ে বন্দী হিসেবে হাসপাতালে আছেন। তার বিরুদ্ধে দায়ের করা ৩৬টি মামলার মধ্যে ৩৪টিতে জামিন পেয়েছেন তিনি।
এ মামলাগুলোর মধ্যে চারটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com