সীমান্তে হত্যার নিন্দা জানিয়ে বন্ধের দাবি বিএনপির

0

বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একের পর এক বাংলাদেশি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ নিন্দা জানানো হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু দিন ধরে সীমান্তে একাধিক হত্যার ঘটনা ঘটেছে। বিএনপি এর নিন্দা জানিয়ে এ হত্যা বন্ধের দাবি জানিয়েছে।

এদিকে রোহিঙ্গা গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের দেয়া রায়ের সাধুবাদ জানিয়েছে বিএনপি। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, বাস্তুচ্যুতি বন্ধে অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। বিএনপি এ পদক্ষেপের জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে স্কাইপে যুক্ত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com