ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে: ডা: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে ন্যায়-ইনসাফভিত্তিক সর্বজনীন সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। এ সমাজ প্রতিষ্ঠা হলে মানুষ আল্লাহকে ভয় পাবে। মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলে একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসবে। তবেই সমাজে শান্তি বিরাজ করবে।
তিনি আরো বলেন, যে ধর্মের মানুষই হোক, তার কষ্টে যিনি শরিক থাকেন তিনি সমাজের ভালো মানুষ। তাই দল-মত, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সমস্যা দূরিকরণে আমাদেরকে এগিয়ে আসতে হবে।
রোববার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামে একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন, গরিব পরিবারে গরু প্রদান এবং বেলা আড়াইটার দিকে উছমানপুর ইউনিয়নের মুমিনপুর গ্রামে বন্যা-পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।