আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে অবস্থান নিলেন রওশন এরশাদ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতাসহ বিভিন্ন বিষয়ে সরকারের কঠোর সমালোচনা করছে জাতীয় পার্টি (জাপা)। তবে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ হঠাৎ করেই ইভিএম নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান নিলেন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন রওশন এক ভিডিও বার্তায় বলেছেন, সারা বিশ্বে ইভিএমে নির্বাচন চলছে। তিনিও ইভিএমের মাধ্যমে নির্বাচন করবেন।
রওশনের ধারণ করা ভিডিও বার্তাটি গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে প্রচার করেন তার অনুসারীরা।
এর আগে গত ৩০ আগস্ট রওশন নিজেকে জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করেন, যা দলে ব্যাপক বিতর্ক ও বিভক্তির সৃষ্টি করেছে। এর জের ধরে তাকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে উপনেতা জি এম কাদেরকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেয় জাপার সংসদীয় দল। এ সিদ্ধান্ত ১ সেপ্টেম্বর স্পিকারকে জানায় জাপা। তবে মাস পার হয়ে গেলেও সেটি এখনো কার্যকর হয়নি। এর মধ্যেই ভিডিও বার্তায় রওশন জানান, তিনি এখন ‘অনেকটা সুস্থ’, চলতি অক্টোবর মাসেই দেশে ফিরবেন।